ডলু মৌজা, মানিকছড়ি উপজেলা
খাগড়াছড়ি হতে সরাসরি বাসযোগে/ সিএনজি যোগে মানিকছড়ি উপজেলা গিয়ে মানিকছড়ি বাসস্ট্যান্ড হতে সরাসরি বাস, সিএনজি যোগে ডিসি পার্কে যাওয়া যায়।
খাগড়াছড়ি হতে সরাসরি বাস / সিএনজি চালিত অটোযোগে মানিকছড়ি উপজেলা গিয়ে মানিকছড়ি বাসস্ট্যান্ড হতে সরাসরি টমটম/সিএনজি চালিত অটোযোগে ডিসি পার্কে যাওয়া যায়।
সবুজ অরণ্য আর জলাশয় ঘেরা অনন্য সুন্দর পার্কটি মানিকছড়ি উপজেলায় অবস্থিত। ১৪০ একর জায়গার উপর অবস্থিত এই পার্কটিকে ঘিরে বদলে যাচ্ছে খাগড়াছড়ি জেলার পর্যটন শিল্প। পার্কটির প্রবেশ মুখে রয়েছে একটি দৃষ্টি নন্দন গেট। তাছাড়া বিশাল এ পার্কটির যে দিকে নয়ন যাবে দৃষ্টি জুড়িয়ে আসবে অসংখ্য প্রজাতির সবুজের সমারোহে। উচু নীচু ভূমিসহ পার্কটির শোভা বৃদ্ধি করছে তিনটি দৃষ্টিনন্দন লেক। একটি আধুনিক পর্যটন কেন্দ্র যা পিকনিক স্পট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS