Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Ramgarh Tea Garden
Location

চা বাগানটি রামগড় চা বাগান নামে পরিচিত হলেও এটি মূলত ফটিকছড়ি ‍ উপজেলার অধীনে ।

Transportation

খাগড়াছড়ি হতে রামগড় বাজার থেকে বাইক/অটো রিকশা/সিএনজি যোগে ১০মিনিটে যাওয়া যায়।

Details

চা বাগানটি রামগড় চা বাগান নামে পরিচিত হলেও এটি মূলত ফটিকছড়ি ‍ উপজেলার অধীনে ।সীমান্ত শহর রামগড়ে প্রবেশদ্বারেই রয়েছে সুবিশাল চা বাগান। ফেনী খাগড়াছড়ি সড়কটি এ চা বাগানের বুক চিরে চলে গেছে রামগড়ে। প্রতিদিনই এ সড়কে যাতায়াতকারী হাজার হাজার যাত্রী মনভরে উপভোগ করেন চা বাগানের শান্ত সবুজাভ সৌন্দর্য্য। চা বাগানের কেন্দ্র বিন্দুতে রয়েছে এক বিশাল প্রাকৃতিক লেক। এই শীতে এখানে এলে হাজার হাজার অতিথি পাখীর সুমধুর কলতান মুগ্ধ করবে আপনাকে।