অবস্থানঃ খাগড়াছড়ি শহর থেকে ৮ কিঃ মিঃ পশ্চিমে আলুটিলা পর্যটন পার্কে এই ব্রীজ অবস্থিত।
পর্যটন কেন্দ্রটি খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্বে অবস্থিত হওয়ায় বাস ও সিএনজি চালিত অটোযোগে যাতায়াত করা যায়।
আলুটিলা পর্যটন কেন্দ্রে পাশাপাশি দুইটি পাহাড়কে সংযুক্ত করা হয়েছে স্টিলের এই ক্যাবল ব্রীজ নির্মাণের মাধ্যমে। ব্রীজটিতে গ্লাস নির্মিত দুইটি ব্যালকনি আছে যা বাংলাদেশের প্রেক্ষাপটে অনন্য। এই গ্লাস ব্যালকনিতে দাঁড়িয়ে ৩৬০°ডিগ্রী দৃশ্য উপভোগ করা যায়।জেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে এই ব্রীজ নির্মাণ করা হয়েছে। ব্রীজের আলোকসজ্জা এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যাতে করে সমতলে শহর হতে স্পষ্টভাবে আলুটিলার এই ব্রীজকে দেখা যায়। তাছাড়া আলুটিলা গুহা প্রদর্শন শেষে পর্যটকরা যেন আলুটিলা পর্যটন পার্কের নন্দনকানন এবং কুঞ্জছায়ায় সহজে যেতে পারে সেই জন্য আলুটিলার দুইটি পাহাড়ের মধ্যে দৃষ্টিনন্দন ব্রীজটি দ্বারা সংযোগ স্থাপন করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS