Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Revenue (SA) Section
Citizen Service

০১।অর্পিত সম্পত্তি লীজ প্রদান ও নবায়ন। সংশ্লিষ্ট সহকারী কমিশনার(ভূমি) এর নিকট হতে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে লীজ প্রদান ও নবায়ন করা হয়।

 

০২।পরিত্যক্ত সম্পত্তি লীজ প্রদান ও নবায়ন। সংশ্লিষ্ট সহকারী কমিশনার(ভূমি) এর নিকট হতে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে লীজ প্রদান ও নবায়ন করা হয়।

 

০৩।অডিট আপত্তি নিষ্পত্তি। বিভিন্ন কর্মকর্তা/কর্মচারীগণের অডিট আপত্তি সমূহ নিষ্পত্তি কল্পে সংশ্লিষ্ট জেলা/উপজেলা হতে প্রাপ্ত ব্রডশীট জবাবের প্রেক্ষিতে অডিট আপত্তি নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগে প্রেরণ করা হয়।

 

০৪।সংস্থাপন সংক্রান্ত কর্মচারীদের নিয়োগ/বদলী/টাইম স্কেল/দক্ষতাসীমা/পদোন্নতি/বিভাগীয় মোকদ্দমা পরিচালনা।

 

০৫।জমা শাখা সংক্রান্ত ভূমি উন্নয়ন কর আদায়। সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিস হতে আদায় করা হয়ে থাকে। প্রাপ্ত প্রতিবেদন বিভাগ/মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।

 

০৬।জলমহাল সংক্রান্ত ২০(কুড়ি) একরের ঊর্দ্ধে জলমহাল সমূহ দরপত্রের মাধ্যমে ইজারা প্রদান করা হয়ে থাকে।

 

০৭।কৃষি খাস জমি বন্দোবস্ত সংক্রান্ত। লীজ প্রদান ও নবায়ন। সহকারী কমিশনার(ভূমি)গণ সংশ্লিষ্ট উপজেলায় ইউনিয়ন হতে প্রকৃত ভূমিহীনদের মধ্যে দরখাস্ত আহবান পূর্বক সংশ্লিষ্ট ইউনিয়নে যাচাই-বাছাই অন্তে উপজেলা কৃষি খাস জমি বন্দোবস্ত কমিটিতে অনুমোদন করে প্রস্তাব জেলা কৃষি খাস জমি বন্দোবস্ত কমিটিতে প্রেরণ করেন। তৎপ্রেক্ষিতে উক্ত কৃষি খাস জমি চিরস্থায়ী বন্দোবস্ত কেস নথি সমূহ জেলা কমিটির মাধ্যমে অনুমোদন করা হয়।

 

০৮।অকৃষি খাস জমি বন্দোবস্ত সংক্রান্ত। সহকারী কমিশনার(ভূমি) গণ সরেজমিনে তদন্ত করে কেস নথি সৃজন পূর্বক উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য প্রেরণ করা হয়। হাট-বাজারের পেরীফেরীভুক্ত জায়গা বন্দোবস্তের জন্য সহকারী কমিশনার(ভূমি) উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রস্তাব প্রেরণ করলে জেলা প্রশাসক কর্তৃক অনুমোদন দেয়া হয়।

 

০৯।আবাসন/আশ্রায়ন/আদর্শ গ্রাম সংক্রান্তঃ সহকারী কমিশনার(ভূমি)উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রস্তাব প্রেরণ করলে প্রস্তাব সমূহ বাস্তবায়নের নিমিত্ত অনুমোদনের জন্য সংশ্লিষ্ট বিভাগ/মন্ত্রণালয়ে প্রেরণ করা হয় এবং অনুমোদনের পর বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সেনাবাহিনী ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার গণ প্রকল্প সমূহ বাস্তবায়ন করে থাকেন।

 

১০।ওয়াকফ /দেবোত্তর সম্পত্তি সংক্রান্তঃ মন্ত্রণালয় হতে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট গণের নিকট এ্যানুইটির অর্থ প্রদান করা হয়।


Current Project

0


Duties

০১।অর্পিত সম্পত্তি লীজ প্রদান ও নবায়ন। সংশ্লিষ্ট সহকারী কমিশনার(ভূমি) এর নিকট হতে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে লীজ প্রদান ও নবায়ন করা হয়।

 

০২।পরিত্যক্ত সম্পত্তি লীজ প্রদান ও নবায়ন। সংশ্লিষ্ট সহকারী কমিশনার(ভূমি) এর নিকট হতে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে লীজ প্রদান ও নবায়ন করা হয়।

 

০৩।অডিট আপত্তি নিষ্পত্তি। বিভিন্ন কর্মকর্তা/কর্মচারীগণের অডিট আপত্তি সমূহ নিষ্পত্তি কল্পে সংশ্লিষ্ট জেলা/উপজেলা হতে প্রাপ্ত ব্রডশীট জবাবের প্রেক্ষিতে অডিট আপত্তি নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগে প্রেরণ করা হয়।

 

০৪।সংস্থাপন সংক্রান্ত কর্মচারীদের নিয়োগ/বদলী/টাইম স্কেল/দক্ষতাসীমা/পদোন্নতি/বিভাগীয় মোকদ্দমা পরিচালনা।

 

০৫।জমা শাখা সংক্রান্ত ভূমি উন্নয়ন কর আদায়। সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিস হতে আদায় করা হয়ে থাকে। প্রাপ্ত প্রতিবেদন বিভাগ/মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।

 

০৬।জলমহাল সংক্রান্ত ২০(কুড়ি) একরের ঊর্দ্ধে জলমহাল সমূহ দরপত্রের মাধ্যমে ইজারা প্রদান করা হয়ে থাকে।

 

০৭।কৃষি খাস জমি বন্দোবস্ত সংক্রান্ত। লীজ প্রদান ও নবায়ন। সহকারী কমিশনার(ভূমি)গণ সংশ্লিষ্ট উপজেলায় ইউনিয়ন হতে প্রকৃত ভূমিহীনদের মধ্যে দরখাস্ত আহবান পূর্বক সংশ্লিষ্ট ইউনিয়নে যাচাই-বাছাই অন্তে উপজেলা কৃষি খাস জমি বন্দোবস্ত কমিটিতে অনুমোদন করে প্রস্তাব জেলা কৃষি খাস জমি বন্দোবস্ত কমিটিতে প্রেরণ করেন। তৎপ্রেক্ষিতে উক্ত কৃষি খাস জমি চিরস্থায়ী বন্দোবস্ত কেস নথি সমূহ জেলা কমিটির মাধ্যমে অনুমোদন করা হয়।

 

০৮।অকৃষি খাস জমি বন্দোবস্ত সংক্রান্ত। সহকারী কমিশনার(ভূমি) গণ সরেজমিনে তদন্ত করে কেস নথি সৃজন পূর্বক উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য প্রেরণ করা হয়। হাট-বাজারের পেরীফেরীভুক্ত জায়গা বন্দোবস্তের জন্য সহকারী কমিশনার(ভূমি) উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রস্তাব প্রেরণ করলে জেলা প্রশাসক কর্তৃক অনুমোদন দেয়া হয়।

 

০৯।আবাসন/আশ্রায়ন/আদর্শ গ্রাম সংক্রান্তঃ সহকারী কমিশনার(ভূমি)উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রস্তাব প্রেরণ করলে প্রস্তাব সমূহ বাস্তবায়নের নিমিত্ত অনুমোদনের জন্য সংশ্লিষ্ট বিভাগ/মন্ত্রণালয়ে প্রেরণ করা হয় এবং অনুমোদনের পর বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সেনাবাহিনী ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার গণ প্রকল্প সমূহ বাস্তবায়ন করে থাকেন।

 

১০।ওয়াকফ /দেবোত্তর সম্পত্তি সংক্রান্তঃ মন্ত্রণালয় হতে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট গণের নিকট এ্যানুইটির অর্থ প্রদান করা হয়।


Contact
Mailing Address: Revenue Deputy Collector, Office of the Deputy Commissioner, Khagrachari Hill District, Phone: 0371-61828
Others

0


Image
www.khagrachhari.gov.bd/dcoffice_section/ab331964_2149_11e7_8f57_286ed488c766/section_12.jpg
Acting Officer