রেজিস্ট্রেশন শাখার নাগরিক সনদ
ক্রম | সেবার নাম | প্রয়োজনীয় সর্বোচ্চ সময় | প্রয়োজনীয় কাগজপত্র | প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তির স্থান | সেবামূল্য/ফি/ চার্জেস | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা |
ঊর্ধ্বতন কর্মকর্তা, যার কাছে আপীল করা যাবে |
১ |
জমি রেজিস্ট্রেশন ক্রয়-বিক্রয় দলিল |
৭ কর্ম দিবস |
১। ৫০(পঞ্চাশ) টাকার স্টাম্পে নিবন্ধিত দলিল লেখক দ্বারা কম্পিউটার কম্পোজ করতে হয়। ২। ক্রেতা ও বিক্রেতার সদ্য তোলা ১ কপি করে রঙিন সত্যায়িত ছবি ১কপি করে। |
সরকারি লাইসেন্স প্রাপ্ত রাজস্ব ভেন্ডার থেকে স্টাম্প ও কোর্ট ফি পাওয়া যায়। |
১। আবেদনের সথে ২০/- টাকার কোর্ট ফি। ২। নোটিশ জারী ফি=৫০/-, রেকর্ড সংশোধন ফি=১,০০০/- ও খতিয়ান ফি=১০০/- টাকা সর্বমোট=১,১৫০/- টাকা এক সাথে ১-৪৬৩১-০০০০-২৬৮১ নং কোডে চালানের মাধ্যমে সোনালী ব্যাংকে জমা দিতে হয়। |
সহকারী কমিশনার ও রেজিস্ট্রেশন কর্মকর্তা, খাগড়াছড়ি পার্বত্য জেলা। |
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খাগড়াছড়ি পার্বত্য জেলা। ফোন: +88 ০৩৭১-৬১৮২৬ |
২ |
জমি বণ্টননামা/ আম-মোক্তারনামা রেজিস্ট্রেশন |
৭ কর্ম দিবস |
(১) হালনাগাদ জমাবন্দি নকলের কপি (২) হালসন খাজনার দাখিলা (৩) সদ্য তোলা ক্রেতা-বিক্রেতার ১ কপি করে রঙিন সত্যায়িত ছবি ১কপি করে (৪) জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি (৫) ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হলে ওয়ারিশ সনদের সত্যায়িত কপি। |
সরকারি লাইসেন্স প্রাপ্ত রাজস্ব ভেন্ডার থেকে স্টাম্প ও কোট ফি পাওয়া যায়। |
১। আবেদনের সাথে ২০/- টাকার কোর্ট ফি। ২। ৫০(পঞ্চাশ) টাকার স্টাম্পে দলিল কম্পিউটার করতে হয়। |
সহকারী কমিশনার ও রেজিস্ট্রেশন কর্মকর্তা, খাগড়াছড়ি পার্বত্য জেলা। |
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খাগড়াছড়ি পার্বত্য জেলা। ফোন: +88 ০৩৭১-৬১৮২৬ |
0
0
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS