Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Trade, Commerce & Investment Section
Citizen Service

ক্রমিক নং

বিষয়

কাজের পদ্ধতি

 

০১

কাপড়/লৌহ-ইস্পাত/ হার্ডওয়্যার/সুতা/ সিগারেট/ শিশুখাদ্য/সিমেন্ট ব্যবসার ডিলিং লাইসেন্স ( পুরাতন/নতুন )সংক্রান্ত ।

০১। নতুন লাইসেন্স ( ডিলিং লাইসেন্স) প্রদানের ক্ষেত্রে তদন্তকারী কর্তৃক দাখিলকৃত প্রতিবেদন প্রাপ্তি এবং আবেদনকারী কর্তৃক সরকারী কোষাগারে নির্দ্ধারিত সরকারী ফি জমা প্রদান সাপেক্ষে দ্রুত ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আবেদনকারীর অনুকূলে (স্ব-স্ব) লাইসেন্স প্রদান করা হয়।

০২।  পুরাতন লাইসেন্স নবায়নের ক্ষেত্রে প্রতি বছর জুন মাসের মধ্যেই আবেদনকারী কর্তৃক সরকারী কোষাগারে ট্রেজারী চালানের মাধ্যমে নির্দ্ধারিত সরকারী ফি জমা প্রদান সাপেক্ষে দ্রুত ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আবেদনকারীর অনুকূলে লাইসেন্স  নবায়ন করা হয়।

 

০২

জ্বালানী তেলের অনাপত্তি সনদ প্রদান সংক্রান্ত

আবেদন প্রাপ্তির পর যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দাখিলকৃত চাহিত তদন্ত প্রতিবেদনের আলোকে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সুপারিশকৃত বিস্ফোরক পরিদর্শক,রাজশাহী বরাবরে প্রেরণ করা হয়ে থাকে।

০৩

পুরাতন কাপড়ের আমদানী কারক নির্বাচন

পুরাতন কাপড় আমদানীকারক নির্বাচনের ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়। বিজ্ঞপ্তিতে ০৭(সাত) দিনের মধ্যে আবেদন চাওয়া হয়। বাছাইকৃত আবেদনগুলো লটারীর মাধ্যমে আমদানীকারক নির্বাচন করে আমদানী-রপ্তানী সহকারী নিয়ন্ত্রকের দপ্তর,রংপুরে প্রেরণ করা হয়।

০৪

চিনির ডিলারশীপ নিয়োগ সংক্রান্ত

চিনির ডিলারশীপ নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যেই আবেদন চাওয়া হয়। বাছাইকৃত আবেদনগুলো, চেয়ারম্যান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনে প্রেরণ করা হয়।

০৫

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দৈনিক বাজার মূল্য পরিবীক্ষণ প্রতিবেদন প্রেরণ

জেলা মার্কেটিং অফিসার কর্তৃক দাখিলকৃত তথ্য মোতাবেক দৈনন্দিন প্রতিবেদন যুগ্ম সচিব, (আই,আইটি),বাণিজ্য মন্ত্রণালয়,বাংলাদেশ সচিবালয়,ঢাকা বরাবরে প্রেরণ করা হয়ে থাকে।

০৬

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সাপ্তাহিক বাজার মূল্য প্রতিবেদন প্রেরণ

জেলা মার্কেটিং অফিসার কর্তৃক দাখিলকৃত তথ্য মোতাবেক প্রতি সপ্তাহের রবিবার, সেলপ্রধান ও উপসচিব, (আই,আইটি-২),বাণিজ্য মন্ত্রণালয়, মনিটরিং সেল অস্থায়ী কার্যালয়, টিসিবি ভবন, কাওরান বাজার,ঢাকা-১২১৫ বরাবরে প্রেরণ করা হয়ে থাকে।

০৭

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সাপ্তাহিক বাজার মূল্য পরিবীক্ষণ প্রতিবেদন প্রেরণ

জেলা মার্কেটিং অফিসার কর্তৃক দাখিলকৃত তথ্য মোতাবেক প্রতি সপ্তাহের রবিবার, সচিব,বাণিজ্য মন্ত্রণালয়,বাংলাদেশ সচিবালয়,ঢাকা বরাবরে প্রেরণ করা হয়ে থাকে।

০৮

হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর লাইসেন্স প্রদান ও নবায়ন করণ

হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর লাইসেন্স এর জন্য আবেদন প্রাপ্তির পর জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশমতে তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট প্রেরণ করা হয়। পরর্বতীতে তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর প্রতিবেদন ইতিবাচক হলে বিধি মোতাবেক সরকারী রাজস্ব পরিশোধের চালান প্রাপ্তি সাপেক্ষে আবেদনকারীর অনুকুলে লাইসেন্স ইস্যু করা হয়ে থাকে।

লাইসেন্স ফিঃ আবাসিক-১০,০০০/- (নতুনের ক্ষেত্রে সর্বনিম্ন), রেষ্টুরেন্ট- ২০০০/-(নতুনের ক্ষেত্রে সর্বনিম্ন)

নবায়ন ফিঃ আবাসিক-৩৭৫০/- ( সর্বনিম্ন)

রেষ্টুরেন্ট-১২০০/-( সর্বনিম্ন)


Current Project

0


Duties

ক্রমিক নং

বিষয়

কাজের পদ্ধতি

 

০১

কাপড়/লৌহ-ইস্পাত/ হার্ডওয়্যার/সুতা/ সিগারেট/ শিশুখাদ্য/সিমেন্ট ব্যবসার ডিলিং লাইসেন্স ( পুরাতন/নতুন )সংক্রান্ত ।

০১। নতুন লাইসেন্স ( ডিলিং লাইসেন্স) প্রদানের ক্ষেত্রে তদন্তকারী কর্তৃক দাখিলকৃত প্রতিবেদন প্রাপ্তি এবং আবেদনকারী কর্তৃক সরকারী কোষাগারে নির্দ্ধারিত সরকারী ফি জমা প্রদান সাপেক্ষে দ্রুত ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আবেদনকারীর অনুকূলে (স্ব-স্ব) লাইসেন্স প্রদান করা হয়।

০২।  পুরাতন লাইসেন্স নবায়নের ক্ষেত্রে প্রতি বছর জুন মাসের মধ্যেই আবেদনকারী কর্তৃক সরকারী কোষাগারে ট্রেজারী চালানের মাধ্যমে নির্দ্ধারিত সরকারী ফি জমা প্রদান সাপেক্ষে দ্রুত ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আবেদনকারীর অনুকূলে লাইসেন্স  নবায়ন করা হয়।

 

০২

জ্বালানী তেলের অনাপত্তি সনদ প্রদান সংক্রান্ত

আবেদন প্রাপ্তির পর যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দাখিলকৃত চাহিত তদন্ত প্রতিবেদনের আলোকে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সুপারিশকৃত বিস্ফোরক পরিদর্শক,রাজশাহী বরাবরে প্রেরণ করা হয়ে থাকে।

০৩

পুরাতন কাপড়ের আমদানী কারক নির্বাচন

পুরাতন কাপড় আমদানীকারক নির্বাচনের ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়। বিজ্ঞপ্তিতে ০৭(সাত) দিনের মধ্যে আবেদন চাওয়া হয়। বাছাইকৃত আবেদনগুলো লটারীর মাধ্যমে আমদানীকারক নির্বাচন করে আমদানী-রপ্তানী সহকারী নিয়ন্ত্রকের দপ্তর,রংপুরে প্রেরণ করা হয়।

০৪

চিনির ডিলারশীপ নিয়োগ সংক্রান্ত

চিনির ডিলারশীপ নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যেই আবেদন চাওয়া হয়। বাছাইকৃত আবেদনগুলো, চেয়ারম্যান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনে প্রেরণ করা হয়।

০৫

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দৈনিক বাজার মূল্য পরিবীক্ষণ প্রতিবেদন প্রেরণ

জেলা মার্কেটিং অফিসার কর্তৃক দাখিলকৃত তথ্য মোতাবেক দৈনন্দিন প্রতিবেদন যুগ্ম সচিব, (আই,আইটি),বাণিজ্য মন্ত্রণালয়,বাংলাদেশ সচিবালয়,ঢাকা বরাবরে প্রেরণ করা হয়ে থাকে।

০৬

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সাপ্তাহিক বাজার মূল্য প্রতিবেদন প্রেরণ

জেলা মার্কেটিং অফিসার কর্তৃক দাখিলকৃত তথ্য মোতাবেক প্রতি সপ্তাহের রবিবার, সেলপ্রধান ও উপসচিব, (আই,আইটি-২),বাণিজ্য মন্ত্রণালয়, মনিটরিং সেল অস্থায়ী কার্যালয়, টিসিবি ভবন, কাওরান বাজার,ঢাকা-১২১৫ বরাবরে প্রেরণ করা হয়ে থাকে।

০৭

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সাপ্তাহিক বাজার মূল্য পরিবীক্ষণ প্রতিবেদন প্রেরণ

জেলা মার্কেটিং অফিসার কর্তৃক দাখিলকৃত তথ্য মোতাবেক প্রতি সপ্তাহের রবিবার, সচিব,বাণিজ্য মন্ত্রণালয়,বাংলাদেশ সচিবালয়,ঢাকা বরাবরে প্রেরণ করা হয়ে থাকে।

০৮

হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর লাইসেন্স প্রদান ও নবায়ন করণ

হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর লাইসেন্স এর জন্য আবেদন প্রাপ্তির পর জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশমতে তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট প্রেরণ করা হয়। পরর্বতীতে তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর প্রতিবেদন ইতিবাচক হলে বিধি মোতাবেক সরকারী রাজস্ব পরিশোধের চালান প্রাপ্তি সাপেক্ষে আবেদনকারীর অনুকুলে লাইসেন্স ইস্যু করা হয়ে থাকে।

লাইসেন্স ফিঃ আবাসিক-১০,০০০/- (নতুনের ক্ষেত্রে সর্বনিম্ন), রেষ্টুরেন্ট- ২০০০/-(নতুনের ক্ষেত্রে সর্বনিম্ন)

নবায়ন ফিঃ আবাসিক-৩৭৫০/- ( সর্বনিম্ন)

রেষ্টুরেন্ট-১২০০/-( সর্বনিম্ন)


Contact
Mailing Address: Assistant Commissioner, Trade & Commerce Section, Office of the Deputy Commissioner, Khagrachari Hill District
Others

0


Image
www.khagrachhari.gov.bd/dcoffice_section/ab32e5be_2149_11e7_8f57_286ed488c766/section_9.jpg
Staffs
Acting Officer