1. মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিতব্য জেলা প্রশাসক সম্মেলন সংক্রান্ত বিষয়াদি।
2.মন্ত্রিপরিষদ/ জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুষ্ঠিতব্য বিভাগীয় কমিশনারগণের সমন্বয় সভার কার্যাদি।
3.বিভাগীয় পর্যায়ে মাসিক জেলা প্রশাসক সম্মেলন সংক্রান্ত কার্যাদি।
4.বিভন্ন জাতীয় দিবস পালন সংক্রান্ত বিষয়ে সভা আহবান।
5.ধর্মীয় বিষয়াদি এবং ধর্মীয় উৎসব পালন সংক্রান্ত বিষয়ে সভা আহবান।
6.মুক্তিযোদ্ধা সংক্রান্ত বিষয়াদি।
7.রাষ্ট্রপতি/প্রধানমন্ত্রী বরাবর দাখিলকৃত ব্যাক্তিগত সাহায্যের আবেদন অগ্রায়ন করণ।
8.প্রধানমন্ত্রী বরাবর দাখিলকৃত স্মারকলিপি অগ্রায়ন করণ।
9.স্থায়ী বাসিন্দা সনদের আবেদন গ্রহণ ও সনদ প্রদান।
10.ব্যক্তি মালিকানাধীন জোত পারমিটের আবেদন গ্রহণ ও প্রশাসনিক প্রতিবেদনসহ সংশিষ্ট কাগজপত্রাদি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য সংশিষ্ট বিভাগীয় বন কর্মকর্তার বরাবর প্রেরণ।
11.ব্যক্তি পর্যায়ে রাবার উৎপাদন ও পরিবহণ সংক্রান্ত।
12.পর্যটন সংক্রান্ত বিষয়াদি।
13.এনজিও সংক্রান্ত বিষয়াদি।
14.হজ্জ্ব সংক্রান্ত বিষয়াদি।
15.কৃষি ও সার সংক্রান্ত পত্র যোগাযোগ।
16.স্বাস্থ্য বিষয়ক পত্র যোগাযোগ।
17.সড়ক ও জনপথ বিষয়ক পত্র যোগাযোগ।
18.বিদ্যুৎ বিষয়ক পত্র যোগাযোগ।
19.খাদ্য বিষয়ক পত্র যোগাযোগ।
20.প্রবাসী কল্যাণ সংক্রান্ত পত্র যোগাযোগ।
21.সরকারী বাসা বরাদ্দ সংক্রান্ত কার্যাদি।
22.প্রাণি সম্পদ বিভাগের সাথে পত্র যোগাযোগ।
23.মৎস্য বিভাগের সাথে পত্র যোগাযোগ।
24.বিভিন্ন বিভাগের দরপত্র/ কমিটির সভায় জেলা প্রশাসকের প্রতিনিধি মনোনয়ন সংক্রান্ত।
25.বিভিন্ন বনজ দ্রব্যাদি/ঔষধি জাতীয় গাছ/মেন্দার ছাল/ ঝাড়ুফুল ইত্যাদি পরিবহণের অনুমতি প্রাদন সংক্রান্ত ।