খাগড়াছড়ি জেলা শহরের প্রবেশমুখে স্থাপিত
জেলা সদরে অবস্থিত হওয়ায় সিএনজিযোগে যাতায়াত করা যায়।
বিস্তারিত
খাগড়াছড়িতে পর্যটকদের কাছে অন্যতম দর্শনীয় স্থানের নাম জেলা প্রশাসকের হাতি ‘ফুলকলি’র সমাধি। জেলা শহরের প্রবেশমুখে স্থাপিত নান্দনিক স্থাপত্যশৈলী ও ফুলকলির ইতিহাস জানতে প্রতিদিন শতশত পর্যটক ফুলকলির সমাধিতে ভিড় জমাচ্ছে। স্থানীয়দের পাশাপাশি বাইরের পর্যটকদের কাছেও দিন দিন এর আকর্ষণ বাড়ছে।
খাগড়াছড়ি যখন মহকুমা ছিলো তখন দুর্গম পাহাড়ী এলাকায় রাস্তা-ঘাট না থাকায় মহকুমা প্রশাসকের পরিবহনপুলে সরকারীভাবে হাতি লালন পালন করা হতো। সর্বশেষ হাতিটির নাম ছিলো ফুলকলি যা ১৯৯০ সালের ২৭ জুলাই মৃত্যুবরণ করে। হাতির পিঠে চড়ে প্রশাসনিক কাজ সম্পাদন করার যে ঐতিহ্য মহকুমা/জেলা প্রশাসকগণের ছিল সেটি জেলায় আগত অসংখ্য পর্যটকের সামনে তুলে ধরার জন্য জেলা প্রশাসকের হাতি ফুলকলির সমাধিসৌধ নির্মাণ করা হয়েছে। ফুলকলির সমাধি খাগড়াছড়ি জেলার এক বৈশিষ্ট্যমন্ডিত একটি পর্যটন স্থান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস