খাগড়াছড়ি শহর থেকে ৮কিঃ মিঃ পশ্চিমে আলুটিলা পাহাড়ের চূড়ায় আলুটিলা পর্যটন পার্ক।
পর্যটন কেন্দ্রটি খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্বে অবস্থিত হওয়ায় বাস, সিএনজি চালিত অটোযোগে যাতায়াত করা যায়।
খাগড়াছড়ি শহরের প্রবেশ পথেই চোখে পড়বে আলুটিলা পর্যটন পার্ক। আলুটিলার অন্যতম ব্যতিক্রমধর্মী পর্যটন ভিউপয়েন্ট হলো কুঞ্জছায়া । মূলত এই ভিউ পয়েন্ট হতে পাখির চোখে খাগড়াছড়ি শহরকে দেখা যায়। রাতে এই ভিউপয়েন্ট থেকে শহরের অনন্য আলোকোজ্জ্বল নিসর্গচিত্র উপভোগ করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস