খাগড়াছড়ি পার্বত্য জেলার ক্রীড়াঙ্গন সংক্রান্ত তথ্যাবলীঃ
(1) বিশেষ খেলার নামঃ ফুটবল, ক্রিকেট, ভলিবল, এ্যাথলেটিকস্, হ্যান্ডবল ও ব্যাডমিন্টন। এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠিসমূহের প্রধান সামাজিক উৎসব বৈস্যু সাংগ্রাই ও বিজু পালনকালে ‘সুংগুই’ খেলা, ‘ধ’ খেলা, ‘আলাঢ়ী’ খেলা, ‘ঘিলা’ খেলা বিশেষভাবে উল্লেখযোগ্য।
(2) খেলার স্থানঃ (ক) খাগড়াছড়ি স্টেডিয়াম। (খ) খাগড়াছড়ি জিমন্যাসিয়াম । (গ) ৯ টি উপজেলা সদরের মাঠ। (ঘ) খাগড়াছড়ি পৌরসভার মাঠ। (ঙ) খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। (চ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠিসমূহের ঐতিহ্যবাহী খেলাসমূহ আয়োজন হয় মূলতঃ গ্রাম-গঞ্জের মাঠে-ঘাটে।
(3) মাঠ ও স্টেডিয়াম সংখ্যাঃ (ক) মাঠ রয়েছে মোট ২২টি। (খ) স্টেডিয়ামঃ ০1টি (১) খাগড়াছড়ি স্টেডিয়াম(পূর্নাঙ্গ) (২) রামগড় স্টেডিয়াম (পরিত্যক্ত)।