নির্বাহী পরিষদ
ক্রমিক |
পদবী |
নাম |
মোবাইল ফোন |
ফোন |
০১ |
সভাপতি |
জেলা প্রশাসক, খাগড়াছড়ি পার্বত্য জেলা |
০১৫৫০৬০৪৫০০ |
০২৩৩৩৩৪৩৭২৮ (অফিস) |
০২ |
সাধারণ সম্পাদক |
জুয়েল চাকমা |
০১৫৫২০০০২০০ |
০৩৭১-৬১৫৮২ |
জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন ক্রীড়া কার্যক্রমঃ
১। ক্রিকেটঃ
ক. জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা।
খ. জাতীয় বয়স ভিত্তিক অনুর্দ্ধ-১৮ ক্রিকেট প্রতিযোগিতা।
গ. জাতীয় বয়স ভিত্তিক অনুর্দ্ধ-১৬ ক্রিকেট প্রতিযোগিতা।
ঘ. জাতীয় বয়স ভিত্তিক অনুর্দ্ধ-১৪ ক্রিকেট প্রতিযোগিতা।
ঙ. জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা।
চ. জাতীয় মহিলা ক্রিকেট প্রতিযোগিতা।
২। ফুটবলঃ
ক. জাতীয় ফুটবল প্রতিযোগিতা।
খ. জাতীয় যুব ফুটবল প্রতিযোগিতা।
৩। হকিঃ
ক. জাতীয় হকি প্রতিযোগিতা।
খ. জাতীয় যুব হকি প্রতিযোগিতা।
গ. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী যুব হকি প্রতিযোগিতা।
৪। ভলিবলঃ
ক. জাতীয় ভলিবল প্রতিযোগিতা।
খ. জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতা।
৫। হ্যান্ডবলঃ
ক. জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতা।
খ. জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতা।
৬। জিমন্যাস্টিকসঃ
ক. জাতীয় সিনিয়র ও জুনিয়র জিমন্যাস্টিকস প্রতিযোগিতা।
৭। কুস্তিঃ
ক. জাতীয় সিনিয়র ও জুনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতা।
৮। ভারোত্তোলন ও শরীর গঠনঃ
ক. জাতীয় সিনিয়র ও জুনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতা।
৯। বক্সিংঃ
ক. জাতীয় সিনিয়র ও জুনিয়র বক্সিং প্রতিযোগিতা।
খ. বিকেএসপি কাপ প্রতিযোগিতা।
১০। কাবাডিঃ
ক. জাতীয় কাবাডি প্রতিযোগিতা।
খ. জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা।
১১। এ্যাথলেটিকসঃ
ক. জাতীয় সিনিয়র ও জুনিয়র এ্যাথলেটিকস প্রতিযোগিতা।
১২। সাঁতারঃ
ক. জাতীয় সিনিয়র ও জুনিয়র সাঁতার প্রতিযোগিতা।
১৩। টেবিল টেনিসঃ
ক. জাতীয় সিনিয়র ও জুনিয়র টেবিল টেনিস প্রতিযোগিতা
খ. ফেডারেশন কাপ আমন্ত্রণমূলক প্রতিযোগিতা।
১৪। আরচ্যারীঃ
ক. জাতীয় আরচ্যারী প্রতিযোগিতা।
১৫। খো-খোঃ
ক. জাতীয় খো-খো প্রতিযোগিতা।
১৬। সাইক্লিংঃ
ক. জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা।
১৭। দাবাঃ
ক. জাতীয় দাবা প্রতিযোগিতা।
১৮। জুডো ও কারাতেঃ
ক. জাতীয় সিনিয়র ও জুনিয়র জুডো ও কারাতে প্রতিযোগিতা।
১৯। তায়কোয়ান্ডোঃ
ক. জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ান্ডো প্রতিযোগিতা।
মহান স্বাধীনতা দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিভিন্ন খেলা ধুলার আয়োজন করা হয়ে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস