Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

রেড ক্রিসেন্ট

১৬ ডিসেম্বর ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পর পাকিস্তান রেড ক্রস সোসাইটির পূর্ব পাকিস্তান ব্রাঞ্চ বাংলাদেশ জাতীয় সোসাইটি হিসেবে আত্নপ্রকাশ করে এবং ২০ ডিসেম্বর ১৯৭১ সালে বাংলাদেশ সরকারের নিকট স্বীকৃতি লাভের জন্য আবেদন করেন ।৪ জানুয়ারী, ১৯৭২ সালে বাংলাদেশ সরকারের এক আদেশের মাধ্যমে বাংলাদেশ রেডক্রস সোসাইটি গঠিত হয় । এরপর ৩১ মার্চ, ১৯৭৩ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্টপতি বাংলাদেশ রেডক্রস সোসাইটি আদেশে ১৯৭৩(পিও-২৬) জারি করেন । এই আদেশের বলে ১৬ ডিসেম্বর, ১৯৭১ সাল থেকে বাংলাদেশ রেডক্রস সোসাইটি স্বীকৃতি লাভ করে ।

৪ এপ্রিল ১৯৮৮ সালে রাষ্ট্রপতি আদেশের সংশোধনী বলে "বাংলাদেশ রেডক্রস সোসাইটি" নাম পরিবর্তন করে " বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি" করা হয় ।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মূলনীতিঃ

১। মানবতা ২। পক্ষপাতহীনতা ৩। নিরপেক্ষতা ৪। স্বেচ্ছামূলক সেবা ৫। স্বাধীনতা ৬। একতা ৭। সার্বজনীনতা

কার্যক্রমঃ

১|              ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম।

২|             শীতকালীন বস্ত্র বিতরণ (কম্বল ও পুরাতন কাপড়)

৩|             অনুসন্ধান কার্যক্রম।

৪|             জেল কারাগারে আটক বিদেশী কয়েদীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ (হাইজিং কিট্স)

৫|             মুমুর্ষ রোগীদের মধ্যে বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী।

৬|             স্বাস্থ্য সেবা কার্যক্রমঃ   (ক) আউট ডোর হাসপাতাল ও মাতৃসদন হাসপাতাল পরিচালনা,

                                                         (খ) গ্রাম, পল্লী ও বস্তিতে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম। 

৭|             রক্তকেন্দ্র পরিচালনা।

৮|             বিদ্যালয় ও মহাবিদ্যালয় পর্যায়ে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রম পরিচালনা।

৯|             প্রশিক্ষণঃ        (ক) রেড ক্রস ও রেডক্রিসেন্ট মৌলিক প্রশিক্ষণ, (খ) প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ,

                                             (গ) অনুসন্ধান ও উদ্ধার প্রশিক্ষণ, 

১০|         জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজন অনুযায়ী উন্নয়নমূলক কর্মকান্ডে স্বেচ্ছাসেবক প্রদানের মাধ্যমে কাজ বাস্তবায়নে সহযোগিতা প্রদান করা।

যোগাযোগ

ক্রমিক

নাম ও পদবী

মোবাইল ফোন

ফোন

আবদুল মান্নান, সহ: পরিচালক, রেড ক্রিসেন্ট

০১৯৩৩০৮৭১৪৭

০৩৭১-৬২৪৬৪