জনাব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খাগড়াছড়ি পার্বত্য জেলা
খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, বগুড়া জেলার সদর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার ১৯৯৫ সালে এস.এস.সি এবং ১৯৯৭ সালে এইচ.এস.সি পরীক্ষায় ১ম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে ২০০১ সালে অনার্স এবং ২০০২ সালে স্নাতকোত্তর ডিগ্রি ১ম শ্রেণিতে অর্জন করেন।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৫তম ব্যাচের সদস্য এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার সহকারী কমিশনার হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশাল বিভাগে ২১ আগস্ট ২০০৬ তারিখে যোগদান করেন। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়, বরগুনা জেলায় ২৪ আগস্ট ২০০৬ তারিখে যোগদান করেন। চাকরি জীবনের বিভিন্ন সময়ে তিনি বরিশাল, বরগুনা, রংপুর, ঠাকুরগাঁও ও পাবনা জেলায় কর্মরত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তিনি উপজেলা ভূমি অফিস, ভান্ডারিয়া, পিরোজপুর দায়িত্ব পালন করেন। তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পাবনা জেলায় দায়িত্ব পালনের মাধ্যমে সরকারের আইন, নীতি, কৌশল ও উন্নয়ন প্রকল্প, মাঠ পর্যায়ে প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণের অভিজ্ঞতা লাভ করেন।
এছাড়াও তিনি সহকারী পরিচালক, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) কর্মরত ছিলেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিভিন্ন দায়িত্ব সততা এবং সুনামের সাথে পালন করেছেন।
তিনি ২৪ অক্টোবর ২০১৮ তারিখে বাংলাদেশ সরকারের উপসচিব হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন। সর্বশেষ তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন এবং ০৯ জানুয়ারি ২০২৫ তারিখে সরকার তাকে খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করেন। তিনি ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে খাগড়াছড়ি জেলায় যোগদান করেন।
জনাব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বিভিন্ন সময়ে ভারত, চীন, মালয়েশিয়া, শ্রীলংকা, থাইল্যান্ড সফর করেন। ব্যক্তিগত জীবনে জনাব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার দুই সন্তানের জনক।
খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, গতিশীল ও জনবান্ধব প্রশাসন গড়ার লক্ষ্যে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস