Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা প্রশাসকের বার্তা

খাগড়াছড়ি জেলা প্রশাসকের বার্তা

 

তথ্য প্রযুক্তির উৎকর্ষের এ যুগে সমগ্র বিশ্ব আজ গ্লোবাল ভিলেজে রুপান্তরিত হয়েছে। এর ধারাবাহিকতায় জেলা ওয়েব পোর্টাল ( www.khagrachhari.gov.bd) এর মাধ্যমে খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক তথ্য জাতীয় ও আন্তজার্তিক পরিমন্ডলে উন্মোচিত হয়েছে। জেলা তথ্য বাতায়ন এর মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্তে বসে খাগড়াছড়ি পার্বত্য জেলা সম্পর্কে যে কোন তথ্য খুব সহজেই পাওয়া সম্ভব। এছাড়া এ পোর্টালের মাধ্যমে জনসাধারণ জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত সেবা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারেন এবং উক্ত সেবাসমূহ অনলাইনে ঘরে বসেই গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সকল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও সমন্বয় সাধন হয় মাঠ প্রশাসনের মাধ্যমে মাঠপ্রশাসনের গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রতিষ্ঠান হলো জেলা প্রশাসন এবং এটি জেলা পর্যায়ে সরকারের সকল নির্বাহী কাজ সম্পাদন ও সমন্বয় সাধনের কেন্দ্রবিন্দু। দেশের সাধারণ জনগণের আকাঙ্খাকে ধারণ ও পূরণে জেলা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐতিহ্যগতভাবেই জেলা প্রশাসক একটি জেলার প্রধান নির্বাহী। তিনি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে জেলা পর্যায়ে গৃহীত সরকারি বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন ও সমন্বয় করে থাকেন। জেলা পর্যায়ের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্রবিন্দু হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়, যার মাধ্যমে বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন ও সমন্বয় সাধন করা হয়ে থাকে। রাজস্ব আদায় ও ভূমি ব্যবস্থাপনা, নির্বাহী ম্যাজিস্ট্রেসী, আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রেজারী, স্থানীয় সরকার কার্যক্রম, শিক্ষা, পাবলিক পরীক্ষা, স্বাস্থ্য সেবা, জাতীয় ও স্থানীয় নির্বাচন, প্রটোকল, মোবাইল কোর্ট পরিচালনা ইত্যাদি কার্যক্রম জেলা প্রশাসনের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে। সকল কার্যক্রমের সমন্বয় সাধনের সুবিধার্থে একটি সমৃদ্ধশালী তথ্য ভান্ডার এবং যোগাযোগের সহজ মাধ্যম হচ্ছে খাগড়াছড়ি জেলা পোর্টাল। এর মাধ্যমে যে কোন ব্যক্তি, যে কোন সময়ে ও যে কোন স্থান থেকে নির্ভরযোগ্য ও মানসম্পন্ন  তথ্য ভান্ডার ব্যবহার করতে পারবে। জেলা প্রশাসন এবং অন্যান সরকারি অফিসের সঙ্গে জনগণের সহজ যোগাযোগ স্থাপন সম্ভব হবে এবং জেলা প্রশাসনের কার্যক্রমে অধিক জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে আমি বিশ্বাস করি।


এছাড়া বর্তমানে ওয়েব পোর্টালের মাধ্যমে নাগরিকদের সেবা সহজীকরণের লক্ষ্যে খাগড়াছড়ি জেলা ও উপজেলা প্রশাসন বিভিন্ন সেবা প্রদান করে থাকে। এর মধ্যে জেলার নাগরিকদের স্থায়ী বাসিন্দা সনদ, উত্তরাধিকার সনদ, বিদেশী নাগরিকদের এ জেলায় ভ্রমনের অনুমতিসহ ইত্যাদি সেবা ঘরে বসে এই পোর্টালের মাধ্যমে গ্রহণ করা সম্ভব।


সর্বোপরি যাদের অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতায় সমৃদ্ধ ও নির্ভরযোগ্য তথ্যভান্ডার খাগড়াছড়ি জেলা পোর্টাল বাস্তবায়ন সম্ভব হয়েছে তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে আমি ধন্যবাদ জানাই খাগড়াছড়ি পার্বত্য জেলার অন্যান্য বিভাগকে যারা বিভিন্ন তথ্য দিয়ে এই ওয়েবসাইটটিকে আলোর মুখ দেখাতে আমাদের সহায়তা করেছেন। এই ওয়েব পোর্টালের তথ্যভান্ডার আরো সমৃদ্ধকরণ, এর মান উন্নয়ন এবং হালনাগাদ করণের জন্য আমরা সদা সচেষ্টা থাকব।

সর্বোপরি সুশাসনের একটি অনুপ্রেরণার নাম জেলা পর্যায়ের এই তথ্য বাতায়ন।

 

জনাব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট

খাগড়াছড়ি পার্বত্য জেলা