জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গত ২৮-২৯ সেপ্টেম্বর ২০১৬ খ্রি. দু'দিনব্যাপী ই-মোবাইল কোর্ট বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ১ম ব্যাচে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারী মোট ২৫জনের মধ্যে ০৬ জন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৩ জন প্রসিকিউটর এবং ০৬ জন বেঞ্চ সহকারী ছিলেন। এছাড়া রিসোর্স পার্সন হিসেবে ছিলেন খাগড়াছড়ি জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। কোর্স সমন্বয়কের দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব এ টি এম কাউছার হোসেন এবং প্রশিক্ষক ছিলেন যথাক্রমে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. শামসুল আলম ও সহকারী কমিশনার জনাব দেওয়ান মওদুদ আহমেদ।
এ কার্যক্রমের অংশ হিসেবে অতি স্বল্প সময়ের মধ্যে আরো দু'টো ব্যাচে মোট ৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রসিকিউটর ও বেঞ্চ সহকারীকে প্রশিক্ষণ দেয়া হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস