সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতার বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসন, খাগড়াছড়ির সহযোগিতায় জেলা তথ্য অফিসের উদ্যোগে ২২ সেপ্টেম্বর ২০১৬খ্রি. তারিখ সকাল ১১ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার জনাব মো. আতাউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মো. মজিদ আলী, বিপিএম-সেবা, বিজ্ঞ এডিএম জনাব মো. আবুল আমিন এবং পৌরমেয়র জনাব মো. রফিকুল আলম। এতে অংশ নেন জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও, শিক্ষক, ইমাম, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস