Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রাজস্ব মুন্সিখানা (আরএম) শাখা, খাগড়াছড়ি
নাগরিক সেবা

০১।দেওয়ানী মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে সরকার পক্ষে প্রাপ্ত মোকদ্দমার সমন আরজি সংশ্লিষ্ট সহকারী কমিশনার(ভূমি) গণের নিকট তথ্য বিবরণী চেয়ে তা প্রেরণ করা হয় এবং তথ্যাদি পাওয়ার পর সংশ্লিষ্ট আদালতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিজ্ঞ সরকারী কৌশলীর নিকট প্রেরণ করা হয়।

 

০২।বিনিময় মামলা, পাওয়ার অব এটর্নি, রি-ষ্ট্যাম্প ও রি-অথেলটিকেট, রাজস্ব বিবিধ মামলাও আপীল মামলা দায়ের ও নিষ্পত্তি করা হয়। বিধি মোতাবেক বাদী-বিবাদীর উপস্থিতির নিমিত্তে পক্ষগণকে নোটীশ প্রদান এবং উভয় পক্ষের শুনানী ও মত প্রকাশের মাধ্যমে বিধিসম্মতভাবে নিষ্পত্তি করা হয়ে থাকে।

 

০৩।রাজস্ব ফাঁকির দায়ে অবমূল্যায়ন মামলা গুলি নোটীশের মাধ্যমে উপস্থিত করে ষ্ট্যাম্প আইনের ৬৪ ধারা মতে শাস্তি হিসেবে জরিমানা পূর্বক নিষ্পত্তি করা হয়ে থাকে। এতে ৫(পাঁচ) টাকা মূল্যের কোর্ট ফি লাগিয়ে আবেদন করতে হয়। শুনানী অন্তে দলিল গ্রহীতা/বিবাদীর উপস্থিতিতে জরিমানা করা হয়।

 

০৪।জিপি/অতিরিক্ত জিপি/ এজিপি গণের পোষ্যভাতা ও দেওয়ানী মামলা পরিচালনা বিল প্রদান করা হয়ে থাকে। বিল ভাউচার দাখিল করা হলে বরাদ্দ থাকলে তাৎক্ষনিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করার পর স্বাক্ষরান্তে বিল প্রদান করা হয়।


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম

০১।দেওয়ানী মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে সরকার পক্ষে প্রাপ্ত মোকদ্দমার সমন আরজি সংশ্লিষ্ট সহকারী কমিশনার(ভূমি) গণের নিকট তথ্য বিবরণী চেয়ে তা প্রেরণ করা হয় এবং তথ্যাদি পাওয়ার পর সংশ্লিষ্ট আদালতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিজ্ঞ সরকারী কৌশলীর নিকট প্রেরণ করা হয়।

 

০২।বিনিময় মামলা, পাওয়ার অব এটর্নি, রি-ষ্ট্যাম্প ও রি-অথেলটিকেট, রাজস্ব বিবিধ মামলাও আপীল মামলা দায়ের ও নিষ্পত্তি করা হয়। বিধি মোতাবেক বাদী-বিবাদীর উপস্থিতির নিমিত্তে পক্ষগণকে নোটীশ প্রদান এবং উভয় পক্ষের শুনানী ও মত প্রকাশের মাধ্যমে বিধিসম্মতভাবে নিষ্পত্তি করা হয়ে থাকে।

 

০৩।রাজস্ব ফাঁকির দায়ে অবমূল্যায়ন মামলা গুলি নোটীশের মাধ্যমে উপস্থিত করে ষ্ট্যাম্প আইনের ৬৪ ধারা মতে শাস্তি হিসেবে জরিমানা পূর্বক নিষ্পত্তি করা হয়ে থাকে। এতে ৫(পাঁচ) টাকা মূল্যের কোর্ট ফি লাগিয়ে আবেদন করতে হয়। শুনানী অন্তে দলিল গ্রহীতা/বিবাদীর উপস্থিতিতে জরিমানা করা হয়।

 

০৪।জিপি/অতিরিক্ত জিপি/ এজিপি গণের পোষ্যভাতা ও দেওয়ানী মামলা পরিচালনা বিল প্রদান করা হয়ে থাকে। বিল ভাউচার দাখিল করা হলে বরাদ্দ থাকলে তাৎক্ষনিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করার পর স্বাক্ষরান্তে বিল প্রদান করা হয়।


যোগাযোগ

ডাক ঠিকানা: সহকারী কমিশনার, রেভিনিউ মুন্সিখানা (আরএম) শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা


অন্যান্য

0


ছবি
www.khagrachhari.gov.bd/dcoffice_section/ab3320f0_2149_11e7_8f57_286ed488c766/section_13.jpg
কর্মচারীবৃন্দ
ভারপ্রাপ্ত কর্মকর্তা