Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মায়াবিনী লেক
স্থান

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাধীন লতিবান ইউনিয়নে কংচাইরী পাড়ায় পাহাড়ের প্রাকৃতিক রূপে অপূর্ব সৌন্দর্য্যমন্ডিত একটি পর্যটন স্পট ‘মায়াবিনী’র লেক।খাগড়াছড়ি শহর থেকে এই লেকে’র দূরত্ব যেকোন পরিবহন দিয়ে মাত্র ২০মিনিট।

কিভাবে যাওয়া যায়

খাগড়াছড়ি থেকে পানছড়ি উপজেলা সড়কের দিকে সিএনজি অথবা মাহিন্দ্র পরিবহন করে যেতে হবে সদর উপজেলার ভাইবোনছড়া বাজারে। সেখান থেকে পশ্চিম দিকে পাঁচ মিনিটে কংচাইরী পাড়াতে মায়াবিনী লেকে যেতে পারবেন।

বিস্তারিত

পানছড়ি উপজেলায় অবস্থিত প্রাকৃতিক ভাবে সৃষ্ট এই লেকটি’র স্বচ্ছ পানির প্রবাহমান ধারা নিঃসন্দেহে মুগ্ধ করবে সকল বয়সী ভ্রমণ পিপাসুদেরকে। লেকের মধ্যে আছে পর্যটকদের জন্য বিশ্রামাগার। ভ্রমণ পিপাসুদের লেকের স্বচ্ছ পানিতে নৌ ভ্রমণ সুবিধার জন্য রয়েছে রকমারী নৌকার ব্যবস্থা যা ভ্রমণপিপাসু পর্যটকদের আনন্দ বাড়িয়ে দিতে পারে।