Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রিসাং ঝর্ণা
স্থান

খাগড়াছড়ি জেলা সদর থেকে ৯ কি.মি, পর্যটন মোটেল থেকে ৭ কি.মি এবং আলুটিলা থেকে ২ কি.মি দূরে মাটিরাঙ্গা উপজেলাতে অবস্থিত।

কিভাবে যাওয়া যায়

পর্যটন কেন্দ্রটি খাগড়াছড়ি-চট্টগ্রাম রোডে অবস্থিত হওয়ায় লোকাল বাস অথবা সিএনজি করে আলুটিলা থেকে আরো ২ কি.মি এগিয়ে যেতে হবে। মেইন সড়কে নেমে প্রায় ২.১০ কি.মি দূরে রিসাং ঝর্ণা যা হেটে বা বাইকে করে যেতে হবে। নিজস্ব / রিজার্ভ করা চাদের গাড়ি দিয়েও যাওয়া যাবে।

যোগাযোগ

0

বিস্তারিত

পর্যটকদের সুবিধার জন্য এই ঝর্ণায় যেতে পাকা সিঁড়ি দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। তাই সহজে এই ঝর্ণায় যাওয়া যায়। সামান্য পায়ে হাঁটা পথ যাত্রার আকর্ষণকে আরো বাড়িয়ে দেবে। উঁচু পাহাড়ের গা ঘেঁষে পায়ে হেঁটে যেতে যেতে যে কারো দৃষ্টি আটকে যাবে পাহাড়ি সবুজ প্রকৃতি আর জীবনধারায় । হাজার ফুট নীচের উপত্যকায় দৃষ্টি পড়লে  অপূর্ব মুগ্ধতায় যে কেউ শিউরে উঠবেন।
প্রাকৃতিক এই ঝরনাটি প্রায় ৩০ মিটার উঁচু থেকে আছড়ে পড়ছে নিচে। পুরোটাই পাথুরে পরিবেশ। পাহাড়ের প্রায় ১০০ ফুট উপর হতে ঝর্ণার পানি নিচে পড়ছে। নিচে পড়ার পর তা আবার আরও ১০০ ফুট পাথরের ওপর গড়িয়ে নেমে আসে সমতলে। এটি এর একটি স্বতন্ত্র রূপ যা আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে।