Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অরণ্য কুটির
স্থান

খাগড়াছড়ি জেলার অন্যতম সৌন্দর্য-মন্ডিত এলাকা পানছড়ি উপজেলা। এই উপজেলায় শান্তিপুর নামক এক স্থানে ১৮০ একর জমির ওপর এটি অবস্থিত। বিশাল এলাকাজুড়ে অরণ্যে আবৃত বলেই হয়তো এর নামকরণ করা হয়েছে “অরণ্য কুটির”।

কিভাবে যাওয়া যায়

খাগড়াছড়ি-পানছড়ি সড়কে সিএনজি/ইজি বাইক/মাহিন্দ্রযোগে খুব সহজেই যাওয়া যায়।

যোগাযোগ

0

বিস্তারিত

পানছড়ি শান্তিপুর অরণ্য কুঠির দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহৎ ও বাংলাদেশের সর্ববৃহৎ বুদ্ধ মূর্তি অবস্থিত যেখানে ভিত্তিসহ গৌতম বুদ্ধের মূর্তির উচ্চতা ৫০ ফিট। প্রকৃতির অবারিত ঘন সবুজ বনানীর ছায়া সুনিবিড় মমতায় ঘেরা এক অপূর্ব সৌন্দর্য্যের লীলাভূমি, ধ্যান-সাধনার পীঠস্থান এই অরণ্য কুটির। পানছড়ি উপজেলা শহর থেকে সোজা দক্ষিণ দিকে প্রায় ৫/৬ কি.মি দূরে শান্তিপুর নামক জনপদের অনতিদূরে এর অবস্থান। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য্য তার অকৃপন দানে সবকিছু উজাড় করে যেন মেলে দিয়েছে এখানে । বিধাতা যেন স্বয়ং চিত্রকর সেজে মন-প্রাণ ঢেলে, শৈল্পিক রুপ-রঙ দিয়ে আর মন মাতানো সৌন্দর্য্যের রঙ তুলিতে সাজিয়ে দিয়েছে এই পূন্যময় তীর্থক্ষেত্রটি।