Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দেবতা পুকুর
স্থান

খাগড়াছড়ি-রাঙ্গামাটি রোডে নুনছড়ি ত্রিপুরা নামক এক স্থানে খাগড়াছড়ি সদর হতে ১২ কি.মি ও মাইসছড়ি হতে ৪ কি.মি দূরে অবস্থিত।

কিভাবে যাওয়া যায়

খাগড়াছড়ি-রাঙ্গামাটির লোকাস বাস করে মাইসছড়ি পর্যন্ত যাওয়া যাবে বাকিটা পায়ে হেটে যাওয়া যাবে। চাদের গাড়ি, সিএনজি ভাড়া বা নিজস্ব গাড়ি করে নুনছড়ি পর্যন্ত যাওয়া যায়। পাহাড়ের চূড়ায় উঠার জন্য এক থেকে দেড় ঘণ্টা হাঁটতে হয়।

যোগাযোগ

0

বিস্তারিত

সমুদ্র সমতল হতে ৭০০ ফুট উচ্চতায় পাহাড়ের চূড়ায় এই দেবতা পুকুর অবস্থিত। পাহাড়ের পাদদেশ ১ হাজার ৩৮৬টি সিঁড়ি বেয়ে দেবতা পুকুরে পৌঁছাতে হয়। সিঁড়ি বেয়ে প্রায় ২৫ মিনিটের পথ পেরুলেই দেখা মিলবে স্বপ্নের দেবতা পুকুর । কথিত আছে, স্থানীয় বাসিন্দাদের জলতৃষ্ণা নিবারণের জন্য স্বয়ং জলদেবতা এ পুকুর খনন করেছেন। দেবতা পুকুরের পানি কখনোই শুকায়না। পুকুরের পানিকে স্থানীয় পাহাড়িরা দেবতার আর্শীবাদ বলে মনে করেন। প্রতিবছর চৈত্র সংক্রান্তিতে ত্রিপুরা জনগোষ্ঠী ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ-শিশু দেবতা পুকুর দর্শনে হাজির হয়